আলমগীর হোসেন, খাগড়াছড়ি:
করোনায় ঘরবন্ধী কৃষক হতাশে দিন কাটছে পাকাধান কি ভাবে ঘরে তুলবে। ঠিক তখনি উপজেলা আওয়ামীলীগের কর্মীরা কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন।
আজ লক্ষীছড়ির মংহলাপাড়া এলাকায় কৃষক চাইলা চাই মারমা, চাইঅংগ্য মারমা,উলাপ্রূ মারমা, মংক্য খই মারমাসহ কৃষকের ধান কেটে দিচ্ছে। দীর্ঘ চারদিন এই কার্যক্রম চলচে।
লক্ষীছড়ি উপজেলা আওয়ামীলীগের সভা পতি রেম্রচাই চৌধুরী বলেন কৃষকেন ধান কাটা কার্যক্রম অব্যহত থাকবে।
ধান কাটায় উপস্থিত ছিলেন লক্ষীছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেম্রচাই চৌধুরী,যুগ্ন সম্পাদক নুর আলম, সাংগঠনিক সম্পাদক তালাত মাহমুদ শিশির, ও উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ শাহাজান বিশ্বাষ প্রমুখ উপস্থিত ছিলেন।