লাভলু শেখ, লালমনিরহাট থেকে:
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলাতে নতুন করে আরো ৫জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে আদিতমারী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স, সিএইচসিপি,অফিস সহকারী ও একজন স্বেচ্ছাসেবী ল্যাব টেকনিশিয়ান রয়েছেন।
এছাড়াও উপজেলা সদরের বিন্নাগাড়ী এলাকার একজন করোনা পজেটিভ রোগির স্পর্শে আসা নতুন করে এক যুবক রয়েছেন । তার বাড়ীও ওই এলাকায়। আর সিএইচসিপির দেবিরপাঠ কমিউনিটি ক্লিনিকে কর্মরত।
বিষয়টি শনিবার সকালে আদিতমারী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর আরেফিন প্রধান নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, আদিতমারী হাসপাতালের দুজন স্টাফ করোনা শনাক্তের পর হাসপাতালের কয়েকজনের নমুনা সংগ্রহ করে গত ৮ মে রংপুরে প্রেরণ করা হয়।
শনিবার ১৬ মে সকালে রংপুর থেকে ৫জনের করোনা পজেটিভ রিপোর্ট আসেন। এদের মধ্যে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সসহ ৪জন রয়েছেন। আর এক যুবকের বাড়ী উপজেলার ভাদাই ইউনিয়নের বিন্নাগাড়ী এলাকায়। তিনি আদিতমারী হাসপাতালের করোনা আক্রান্ত যক্ষা সহকারীর স্পর্শে আক্রান্ত হয়েছেন । এ নিয়ে শুধু আদিতমারীতে ১৪জন করোনা আক্রান্ত হয়েছেন।
অপরদিকে হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে ১জন মহিলার করোনা আক্রান্ত হয়েছেন।