আবু সুফিয়ান রাসেল :
গত ১০ মে কুমিল্লার লাইমাই উপজেলার ৬৫ বছরের বৃদ্ধের সাথে ৮ম শ্রেণি ছাত্রী মরিয়ম অাক্তারের বিয়ে হয়। তার এ বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যপক অালোচনা তৈরি করে। তার বক্তব্য হুবহু তুলে ধরা হলো:
আমি তাকে পছন্দ করি, এ জন্য তাকে বিয়ে করছি। তার বয়স বেশী আমার জন্য সমস্যা নেই। ২০০২ সালে আমার জন্ম। আমার বয়স ১৮ বছর। আমার পড়া গ্যাপ ছিলো। ওনি দীর্ঘ দিন আমাদের বাড়ি আসা যাওয়া করে। আমাদের জমি-জামা দেখাশোনা করে। অামাকে স্কুলে আনা নেওয়া করে। টাকা পয়সা দিয়ে সহযোগীতা করে। একবার স্কুলে জামেলা হয়েছে, তিনি সহযোগীতা করেছে। আমার মা তাকে বাপ ডাকছে। তিনি আমাকে পছন্দ করা শুরু করছে। প্রথম অামি রাজি ছিলাম না। পড়ে রাজি হয়েছি। আমি মরে গেলেও, আমি ওনার ঘরে ভাত খাবো। আমরা বাবা মেয়ে না, আমরা স্বামী-স্ত্রী। আমার বাবা আছেন, তিনি ঢাকা থাকেন। আমরা স্বামী স্ত্রী। আমরা সেচ্ছায় বিয়ে করছি।