কক্সবাজার প্রতিনিধি :
মিটারের রিডিং না নিয়ে গত এপ্রিল মাসের বিল প্রস্তত করেছে কক্সবাজার পবিসের আওতাধীন ঈদগাঁহ অফিস।
পূর্বে পবিসের মিটার রিডারগণ প্রত্যকে বাড়ী বাড়ী গিয়ে মিটারের রিডিং নিয়ে এসে বিল প্রস্তত করলেও এপ্রিল মাসের বিল প্রস্তত করা হয়েছে মিটারের রিডিং না নিয়ে।
ঈদগাঁহ পবিসের এজিএম শহিদুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিশ্বময় চলমান করোনা দুর্যোগের কারনে এপ্রিলে মিটার রিডারদের গ্রাহকদের বাড়ীতে যেতে দেওয়া হয়নি।
পূর্ববর্তী মাসের বিলের সাথে সামঞ্জস্য রেখে গড় বিল হিসেবে এপ্রিল মাসের বিদ্যুত বিল প্রস্তত করা হয়েছে। বিষয়টি বিলে উল্লেখও করে দেওয়া হয়েছে।
তাছাড়া এমাসের বিলে গ্রাহকদের কোন ধরনের জরমিানা গুনতে হবেনা।
এদিকে গ্রাহক আমিনুল , ছৈয়দ করিম এবং আহমদ নবীসহ আরো অনেকে জানান, অন্যান্য মাসের চেয়ে এপ্রিল মাসে বিল বেশী এসেছে। মিটার না দেখে গড় বিল করার কারনে বেশী বিল গুনতে হচ্ছে বলে তারা মনে করেন।
এ ব্যাপারে এজিএম শহিদুলের দৃষ্টি আকর্ষণ করা হলে বিষয়টি দেখবেন বলে জানান তিনি।