সেলিম উদ্দীন, কক্সবাজার :
কক্সবাজার সদরের ঈদগাঁহর উপকূলীয় পোকখালী ইউনিয়নের ছমি উদ্দিন পাড়া থেকে ২/১ দিন বয়সী এক নবজাতক মেয়ে উদ্ধার করেছে এলাকাবাসী।
গত ২২ মে জুমাবার রাত আনুমানিক ১১ টার দিকে সড়কের উপর থেকে এ নবজাতকটি উদ্ধার করা হয় বলে জানান স্থানীয়রা।
নবজাতক শিশুটি কার এখনো শনাক্ত করতে পারেনি কেউ। তবে পরিষদের নিচে স্থানীয় সচেতন কয়েকজন ব্যক্তি বৈঠকে বসেছে।
বৈঠক থেকে সিদ্ধান্ত নিতে পারে নবজাতকটি কার খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।
বর্তমানে শিশুটি স্থানীয় ইউনিয়ন পরিষদের এক দফাদারের হেফাজতে রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ইউনিয়নের ছমি উদ্দিন পাড়া সড়ক দিয়ে পার্শ্ববর্তী নাইক্যংদিয়ার কয়েকজন যুবক হেটে যাচ্ছিল।
এমন সময়ে রাস্তায় কালো পলিথিন দিয়ে শুয়ে রাখা একটি কন্যা শিশু দেখতে পান।
তারা কিছুটা ভয় পেলেও স্বাভাবিক অবস্থায় ফিরে এসে এলাকার লোকজনকে জানালে মুহূর্তের মধ্যে ঘটনাটি চাউর হয়ে যায়।
পরে স্থানীয় লোকজন এসে নবজাতকটি উদ্ধার করে এক নারীর হেফাজতে নিয়ে যাওয়া হয়। পরে অবশ্যই স্থানীয় দফাদার নুরুল হুদা এসে তার হেফাজতে রাখেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চ্যলকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
নবজাতকটির মাতৃত্ব ও পিতৃত্ব নিয়ে চলছে ব্যাপক কাঁনাঘুষা।
অনেকেই ধারণা করেন, এলাকার কোন নারী- পুরুষ অবৈধ সম্পর্ক করে নবজাতকটির জন্ম দিয়েছে। এখন বাঁচ্চাটির ঠাঁই হলো সড়কে!
ঘটনাটি কারা ঘটাতে পারে, সমাজে এমন ঘৃণিত ও বর্বর নারী পুরুষের সন্ধানে মাঠে নামছে এলাকার সচেতন সমাজ।
এলাকার লোকজনের দাবী, সংশ্লিষ্টরা তদন্ত পূর্বক এই জঘন্য ঘটনাটি কারা ঘটিয়েছে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।
পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।