সেলিম উদ্দীন,কক্সবাজার :
কক্সবাজারের বৃহত্তম বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁহ বাজারের সকল ধরনের শপিং মল সোমবার ১১ মে থেকে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে ঈদগাঁহ বাজার পরিচালনা কমিটি।
রবিবার ১০ মে বিকালে বাজার পরিচালনা কমিটির কার্যালয়ে জরুরি মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান নেতৃবৃন্দরা।
জানা যায়, সারাদেশে মহামারী করোনার ভয়াবহতা প্রতিক্ষণে বেড়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে সাধারণ মানুষ গৃহবন্দী হয়ে পড়ছে। সরকার সারাদেশে লক ডাউন ঘোষণা করছে।
তেমনি ভাবে কক্সবাজারের ঈদগাঁহ বাজারেও লক ডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
বিগত ২ মাস যাবত ঢিলেঢালা ভাবে চলছিল লক ডাউন। ইত্যবসরে সামনে ঈদকে কেন্দ্র করে ঈদগাঁহ বাজারে শপিং মল গুলোতে শপিং করতে আসছিল জেলার বিভিন্ন প্রান্তের মানুষ।ফলে করোন সংক্রমণের আশঙ্কা থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদগাঁহ বাজারের শপিং মল গুলো বন্ধের দাবি উঠে।
এরই মধ্যে বাজার পরিচালনা কমিটির নেতাকর্মীরা উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে জরুরি মিটিং ডাকে।
উক্ত মিটিং এ মুদির দোকান সকাল ৬ থেকে দুপুর ২টা, মাছ কাঁচা বাজার ৬ টা থেকে সন্ধ্যা খোলার রাখার সিদ্ধান্ত হয়।ঈদগাঁহ বাজার সভাপতি শাহনেওয়াজ চৌধুরী মিন্টু শপিং মল বন্ধের বিষয়টি নিশ্চিত করেন।