♦
এই পৃথিবী লক ডাউনে
গুনছে মরণ ক্ষণ,
আমরা তখন শপিংমলে
বেজায় খুশি মন।
বিশ্ব যখন লাশ মিছিলে
হচ্ছে কুপোকাত
আমরা তখন আত্মঘাতি
করছি মোলাকাত।
মানুষ যখন মৃত্যুর কাছে
হচ্ছে দিশেহারা,
আমরা তখন ঈদ খুশিতে
খুবই আত্মহারা।
এই করোনায় ছন্দপতন
রঙ্গিন পৃথিবীর,
আমরা তখন বুক ফুলিয়ে
সাজি মহাবীর।
মৃত্যু যেথায় খুরপাক খেয়ে
ছুটছে পিছে পিছে,
ঈদের কদর খুব বেশি যে
জীবন যেন মিছে।#
#রচনা_সময়কাল
০৪-০৫-২০২০ইং
#রাত:১১:৩০ মিনিট
নাঙ্গলকোট, কুমিল্লা।
কৃতজ্ঞায়:কবি আনোয়ার হোসেন ফারুক