নিজস্ব প্রতিবেদক :
ময়ূরপঙ্খী শিশু কিশোর সমাজকল্যাণ সংস্থা (গভঃ রেজিঃ নং : ঢ-০৯৫৮৭) এর উদ্যোগে ঢাকার মিরপুরে সুবিধাবঞ্ছিত শিশু ও নারীদের মাঝে ঈদ খাদ্যসামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয় । ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন ও ভাইস চেয়ারম্যান সাথী খান সকলের মাঝে নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী প্রদান করেন ।
রুহিত সুমন বলেন, আমাদের সাধ্যের মধ্যে পবিত্র ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্ছিত শিশু ও নারীদের মাঝে উপহারসামগ্রী দিতে পেরে কিছুটা তৃপ্তি অনুভব করছি । আমাদের এই কর্মসূচিতে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । আশা করি সকলের সহযোগিতা নিয়মিত অব্যাহত থাকবে এবং সকলের ক্ষুদ্র প্রচেষ্টায় দূর হবে আধাঁর, জয় হবে মানবতার ।
রুহিত সুমন তার প্রতিষ্ঠিত সংস্থা “ময়ূরপঙ্খী” এর মাধ্যমে মহামারী করোনা পরিস্থিতিতে নানামুখী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন । করোনা প্রাদুর্ভাবকালিন সময়ে করোনা প্রতিরোধ ও প্রতিকারমূলক প্রশিক্ষণ ও কর্মশালা, ভলান্টিয়ারদের সমন্বয়, অসহায়, দুঃস্থ ও ছিন্নমূলদের মাঝে মাস্ক, স্যানিটাইজার, সাবান প্রদান, সচেতনতামূলক লিফলেট প্রদান, সুবিধাবঞ্চিত শিশু, নারী, অসহায় ও রিক্সাচালক ভাইদের খাদ্য ও ইফতারসামগ্রী প্রদানসহ নানামুখি কর্মসূচি গ্রহণ করে ময়ূরপঙ্খী সংস্থাটি ।