♦
মুসলিম জাহানে স্রষ্টার এক অমূল্য নিয়ামতের নামান্তর। মানবসম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার এক স্বর্গীয় মাধ্যম এবং আসমানি তাকিদ।
ঈদ এলেই খুশির বান ডাকে মুসলিম অন্তরে।
সন্ধ্যায় পশ্চিমাকাশের লালিমার পাশ কেটে শাওয়াল মাসের নতুন চাঁদ উঁকি দিলে পবিত্র ঈদুল ফিতরের সেই খুশির আমেজ ফুলকি দিয়ে নিমিষেই ছড়িয়ে পড়বে বাংলার পথে প্রান্তরে।
পবিত্র মাহে রমজানে রোজা, ইফতার, তারাবিহ, লাইলাতুল কদর পালন, কুরআন তিলাওয়াত, যাকাত-ফিতরা ও দান-খয়রাত প্রদান ইত্যাদি ইবাদাতের মাধ্যমে মুসলিম উম্মাহ গ্রহণ করে আত্মশুদ্ধির এক মহান দীক্ষা।
অতঃপর ঈদুল ফিতর আসে সেই প্যাকেজের পূর্ণতার আশ্বাস নিয়ে। মাসময় সিয়াম সাধনার মাধ্যমে একজন রোজাদার যাবতীয় গুনাহ থেকে মুক্ত হয়ে সমুদ্রের স্বচ্ছ ফেনারাশির মত নিষ্পাপ ব্যক্তিতে পরিণত হন। এতে যে আত্মিক প্রশান্তি অনুভূত হয় সেই অনুভূতির নাম ঈদুল ফিতর।
আইয়ামে জাহিলিয়াত তথা ইসলামপূর্ব অন্ধকার যুগে আরব দেশে উকাজ মেলাসহ অনেক উৎসব জনপ্রিয় ছিল। সেই সময় মদিনার আনসাররা ‘মিহিরজান’ ও ‘নওরোজ’ নামে দুটি উৎসবও পালন করতেন।
প্রিয় রাসূল (সঃ) মদিনায় হিজরত করে এই লক্ষ্য উদ্দেশ্যহীন আনন্দ-উৎসবের পরিবর্তে আত্মশুদ্ধির পবিত্র স্পর্শময় ও বহুবিধ মানবকল্যাণধর্মী ঈদুল ফিতরের প্রবর্তন করেন এবং ঘোষণা করেন-
‘লিকুল্লি কওমিন ঈদ, হা-যা ঈদুনা’।
অর্থাৎ প্রত্যেক সম্প্রদায়ের নিজস্ব আনন্দ-উৎসব আছে। আমাদের এই আনন্দ-উৎসব এই ঈদ।
সেই পরম্পরায় দ্বিতীয় হিজরীর পহেলা শাওয়াল তথা ৬২৪ খ্রিষ্টাব্দের ৩১ মার্চ প্রথম ঈদুল ফিতর উদযাপিত হয়।
এই ঈদুল ফিতর আমাদের ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, মানবতা, সহানুভূতি ও মহামিলনের শিক্ষা দেয়।রোজাদারের আত্মিক পরিশুদ্ধির মধ্য দিয়েই আমাদের মধ্য হতে দূর হয়ে যায় সকল সংকীর্ণতা।
ঈদ যে আনন্দের বার্তা বয়ে আনে,তার মর্মস্পর্শে রয়েছে শান্তি ও ভালোবাসা। পরস্পরের নির্ভরতা ও আস্থার প্রতীক হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ।
চলমান Covid’19 এর মধ্যে জনসাধারণের নিরাপত্তার চিন্তা করে সরকারের যথাযথ পদক্ষেপে ঈদ উপলক্ষে নীড়ে ফেরা মানুষের দুর্ভোগ বিড়ম্বনা হ্রাস পেয়েছে অনেকটা।প্রিয় মানুষের সংস্পর্শে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলছে তারা।
আশা রাখছি, ঈদুল ফিতরের পরও মানুষের কর্মস্থলে ফেরা হবে শান্তিপূর্ণ ও নিরাপদ। ঈদুল ফিতর উপলক্ষে সকলের প্রশান্তি, নিরাপত্তা ও স্থিতি কামনা করছি।কামনা করছি আল্লাহপ্রদত্ত এই মহান পরীক্ষায় আমাদের কৃতকার্যতা।
প্রিয় দেশবাসী এবং খিদমাতুল উম্মাহ বাংলাদেশ’র সকল সদস্যবৃন্দের প্রতি রইলো পবিত্র ঈদুল ফিতরের অনাবিল শুভেচ্ছা ও ভালোবাসা—
ঈদ মোবারক♥
শুভেচ্ছান্তে :-
মুহাম্মাদ আবদুল আউয়াল ফয়সাল বিন তাহেরী
সভাপতি, খিদমাতুল উম্মাহ বাংলাদেশ।