1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এক বুজুর্গের কান্না - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
||স্বাধিনতার ৫৩ বছর পার|| সহযোদ্ধারা সরকারী গেজেটভূক্ত হলেও মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাননি বাঁশখালীর মজিবুল হক ছবি পাল্টে যুবলীগের অফিস এখন যুবদলের কার্যালয় কুবি রোভার স্কাউটের ১০ বছর পূর্তিতে বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি 

এক বুজুর্গের কান্না

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ৩১৭ বার

♦ এক বুযুর্গ কোনো এক দোকানে কিছু পন্য
কিনতে গেলেন। পণ্য খরীদ করার পর যখন তিনি
দোকানি কে টাকা দিলেন তখন দোকানি
টাকাটা হাতে নিয়ে পরখ করতে লাগলো।

কিছু সময় পর বললো বাবা!!! এটা জাল নোট।
এটা অচল। দোকানির বক্তব্য শুনে বুযুর্গ
হাউমাউ করে কাঁদতে লাগলেন।

দোকানদার বললো, আপনি কাঁদবেন না। আমি
আপনাকে বিনে পয়সায় পণ্য দেবো।

– না না!! আমার পণ্যের প্রয়োজন নেই।
তিনি কেঁদেই চললেন। আশে-পাশে লোকজন
জড়ো হয়ে গেলো।

ভীড় ঠেলে একজন সামনে এসে বললো,
বাবাজী!!! এতো কাঁদবেন না। সে যদি
আপনাকে পণ্য নাও দেয় তাহলে আমি নিজের
টাকা দিয়ে আপনাকে
পণ্য কিনে দেবো। আপনি কান্না বন্ধ করে পণ্য
নিয়ে যান।

উত্তরে তিনি বললেন, বাবা!!
পণ্য নিতে না পেরে আমি কাঁদছি না।
আমিতো এই জন্য কাঁদছি যে, আমি
ভেবেছিলাম, আমার কাছে কিছু টাকা আছে ।
আমি সেগুলোকে খাঁটি মনে করেছিলাম।

কিন্তু আমি যখন সেই টাকা দোকানদারের
কাছে আনলাম, দোকানদার তা পরীক্ষা করে
বললো, এটা জাল টাকা। তখন আমার ভাবনা
এলো,
হায় হায়!!! আমি তো পৃথিবীতে যে আমল করছি
তাকে খাঁটি মনে করছি।

আত্মতৃপ্তিবোধ করছি আমার
ভাণ্ডারেও বেশ আমল আছে। হাশরের মাঠে
যদি আল্লাহ আমাকে বলেন, ও বান্দা!! তুমি
যতো আমল সাথে এনেছো তার সব ভেজাল!! সব
ভেজাল!! তাহলে আমার কী হবে?

পৃথিবীতে তো আমি অন্য টাকা দিয়ে পণ্য
কিনতে পারবো। কিন্তু আখেরাতে তো অন্য
আমল নেয়ারও সুযোগ পাবো না। একথা ভেবেই
আমার কান্না চলে এলো। লোকেরাও তার
কথা শুনে চিন্তিত হলো।

মাঝে-মাঝে মনে ভাবনা জাগে। এইযে টুটা-
ফাটা আমল আমরা দৈনন্দিন করছি সেগুলো সব
গৃহীত হবে তো প্রভুর দরবারে?

আমাদের নামায?
রোজা?সব? নাকি আকাশে ওঠার আগেই
আমাদের নাকে-মুখে নিক্ষেপ করা হচ্ছে দলা
পাকিয়ে?

নিষ্কৃতি পাবো তো তাঁর দরবারে? কাল
হাসরে? ভাবলে খুব ভয় হয়।
আমাদের আমল গুলো সুন্নাতে নবীর সাথে
মিলছে তো?

হে প্রভু! আমাদেরকে নির্ভেজাল আমল করার
তৌফিক দান করো। আমিন ৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম