এম এইচ সোহেল, চট্রগ্রামঃ অসচ্ছল, দুস্থ ও এতিমদের মাঝে ২ শত প্যাকেট রান্না করা খাবার বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক আবু মোহাম্মদ মহসিন চৌধুরী।
শনিবার বিকেলে নগরির আসকার দিঘির পূর্বপাড় এলাকায় মরহুম আবু ছিদ্দিক চৌধুরী চেয়ারর্ম্যান ফাউন্ডেশনের উদ্যেগে এ খাবার বিতরণ করা হয়।
মোহাম্মদ মহসিন চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২১নং জামালখান ওয়ার্ডে বিএনপি মনোনীত কাউন্সিলর পদপ্রাথী।
করোনার দূর্যোগ চলাকালীন বিভিন্ন সময় এলাকার অসচ্ছল, অসহায় ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করে যাচ্ছেন এ নিরহংকার মানুষটি।
আবু মোহাম্মদ মহসিন চৌধুরী মরহুম আবু ছিদ্দিক চৌধুরী চেয়ারর্ম্যান এর কনিষ্ঠ পু্ত্র।