নুর আলম সিদ্দিকী,স্টাফ রিপোর্টার ঃ ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় ধামসোনা ইউনিয়নে ঈদুল ফিতরের ঈদে নতুন জামা কাপড় না কিনে অসহায় মানুষের পাশে দাঁড়ান ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মতিউর রহমান মতিন।
হাজী মতিউর রহমান মতিন বলেন এইবার ঈদে নতুন জামা কাপড় না কিনে সে টাকা দিয়ে নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াবো।
হাজী মতিউর রহমান মতিন আরো বলেন, ভয় নয় সচেতনতার মাধ্যমে করোনাভাইরাসকে নিয়ন্ত্রণ করার কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এ অন্ধকার দীর্ঘস্থায়ী নয়, অতি দ্রুত দেশবাসী আলোর মুখ দেখবে ইনশাল্লাহ। বাড়ির পাশের কোন অসহায় লোক যেন না খেয়ে থাকে।
নিজ তহবিল থেকে ধামসোনা ইউনিয়নে মটর শ্রমিক, সিএনজি অটো রিকশা চালক, রিক্সা ভ্যানচালক ও কর্মহীন মানুষের পরিবারের মাঝে সহায়তা প্রদান করে জাচ্ছেন তিনি।