কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে চাঁদা না পেয়ে এক ব্যক্তির রোপিত বিভিন্ন প্রজাতির গাছগাছালি কেটে সাবাড় করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় একটি দুষ্কৃতিকারীর বিরুদ্ধে।
এ সময় নতুন ভিটে জমির সীমানা প্রাচীরের গেইটও ভাংচুর করা হয়। এ ঘটনায় বাঁধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছে গৃহবধু।
জুমাবার ১৫ মে বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনাটি ঘটেছে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নতুন মহাল ভোয়ালিয়া পাড়া এলাকার মৃত ছালেহ আহমেদর ছেলে মনছুর আলমের নতুন ভিটে জমিতে।
মনছুর আলম আলমের স্ত্রী রেখা আক্তার জানান, স্থানীয় মমতাজ আহমদ ও ছৈয়দ আকবর নামের দুই ব্যক্তি থেকে বিগত দুই বছর আগে স্বামী মনছুর আলম জমি খরিদ করেন।
পরে বাড়ি করার জন্য চার পাশে বাউন্ডারি সীমানা নির্মান করে৷
ইত্যবসরে নতুন মহাল মাঝের পাড়া জমির উদ্দীনের ছেলে শাহ আলম, শামশুল আলমের ছেলে তৌহিদ উল্লাহ, নজির আহমদের ছেলে জসিম উদ্দিন, রায়হান, মোস্তাক আহমদের ছেলে মোশাররফ, মনজুর আলমের ছেলে তৌসাদ মিলে আমাদের খরিদকৃত জমিতে তাদের অংশ রয়েছে দাবী করে কয়েক দফা মোটা অংকের টাকা দাবী করেন।
দাবীকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দলবল নিয়ে একাধিক বার হামলা, ভাংচুর ও লুটপাট চালায়।
বিষয়টি স্থানীয় ওয়ার্ড মেম্বার কুতুব উদ্দীন রাজুর কাছে বিচার দিলে তারা আরো বেপরোয়া আচরণ শুরু করে।
এদিনও তারা দলবেঁধে হাতুড়ি, রড,কিরিচ, দা নিয়ে এসে এলোপাথাড়ি ভাংচুর চালায় এবং নতুন ভিটে জমিতে রোপন করা পেঁপে, আম, পেয়ারা গাছসহ হরেকরকমের চারা কেটে ধ্বংস করে দেয়৷
খবর পেয়ে মনছুর আলমের স্ত্রী রেখা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের বাঁধা প্রদান করলে উপর্যপুরী হামলা করেন বলে জানান স্থানীয়রা।
তার শোরচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ঘটনাস্থল ত্যাগ করেন হামলাকারীরা৷
পরে খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার কুতুব উদ্দীন রাজু ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ করেন।
মেম্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সংঘটিত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চালাচ্ছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে অভিযুক্তদের কয়েকজনের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু মোবাইলে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পরবর্তীতে পাওয়া গেলে গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।