কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে পিকআপ ভ্যানে করে ইয়াবা পাচারকালে ৩ পাচারকারীকে গ্রেফতার করে।
১৪ মে (বৃহস্পতিবার) রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারগামী একটি পিকআপ ভ্যান যার নং-ঢাকা মেট্রো-ন-১৫-৫০১৯ গাড়িটি তল্লাশী করে গাড়িতে কৌশলে লুকানো ৪৮০০ পিস ইয়াবা উদ্ধারসহ তিন পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়েছে।
ওই তিন মাদক পাচারকারীর নাম মো: জামাল সর্দার (৬০), পলাশ খান (২৬), মোঃ কাবুল বেপারী (৩৫)।
তারা সবাই মাদারীপুর জেলার বাসিন্দা।
রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদক পাচারে ব্যবহৃত পিকআপ ভ্যান গাড়িটি থানা হেফাজতে রাখা হয়েছে।