কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার শহরের মগপাড়ার একটি বাসা থেকে চোলাই মদ উদ্ধার করেছে শহর পুলিশ ফাঁড়ির একটি টিম।
এসময় ৩০ থেকে ৩৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১২ মে) বিকেল সাড়ে তিনটার দিকে মগপাড়ার একটি বাসায় এ অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেয়া শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, চোলাই মদ মজুদের খবর পেয়ে অভিযানে যায় পুলিশ।
ওই এলাকার একটি বাসার দ্বিতীয় তলা থেকে ৩০ লিটার চোলাই মদ পাওয়া যায়।
তবে ওই কক্ষে বসবাসকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান এ কর্মকর্তা।