কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার রামু ক্রসিং হাইওয়ে পুলিশ ঈদের দ্বিতীয় দিনে কক্সবাজার -টেকনাফ মহাসড়কে তল্লাশী চালিয়ে ইয়াবা পাচারকালে এক যুবককে আটক করে।
মঙ্গলবার (২৬ মে) রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইন্চার্জ আবু আব্দুল্লাহ নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারগামী একটি নম্বরবিহীন যাত্রীবাহী সিএনজি গাড়ি তল্লাশী করে এক যাত্রীর কাছ থেকে ৮ শত পিচ ইয়াবা উদ্ধারসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
আসামী মোঃ জজ মিয়া(২৭)সে কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা।
রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি আবু আব্দুল্লাহ জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।