কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংরোড এলাকা থেকে মো. আজাদ (২৫) নামে এক যুবককে ইয়াবাসহ আটক করেছে র্যাব।
এসময় তার কাছ থেকে ৯ হাজার ৬৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব ১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
আটক মো. আজাদ টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মো. তালেবের ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শপিং ব্যাগসহ বিভিন্ন পন্থায় সে ইয়াবা পাচার করে আসছিল বলে স্বীকার করে।