| মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার |
নির্বাচিত হওয়ার প্রায় সাড়ে তিন মাস পর দায়িত্ব নিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মো. আতিকুল ইসলাম। নানা সমস্যাকবলিত রাজধানীতে বর্তমানে নতুন করে যুক্ত হয়েছে মহামারী করোনা ভাইরাস। সংক্রমিতদের প্রায় ৫৮ ভাগই রাজধানী ঢাকার বাসিন্দা। ফলে নানা চ্যালেঞ্জের পাশাপাশি নতুন করে দুই মেয়রকে মোকাবিলা করতে হবে করোনা ভাইরাসও।
বিশেষজ্ঞরা বলছেন, কিছু সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিতে হবে। যেসব সমস্যার সমাধান সিটি করপোরেশনের একার পক্ষেই সম্ভব, সেগুলোর ওপরই প্রথম দিকে নজর দিতে হবে। মূল চ্যালেঞ্জগুলো হচ্ছে মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনা, জলাবদ্ধতা নিরসন, নতুন ৩৬টি ওয়ার্ডের অবকাঠামো উন্নয়ন, এলাকাভিত্তিক পার্ক, মাঠ ও গণপরিসর নিশ্চিত করা, রাস্তাঘাটের উন্নয়ন, সুশৃঙ্খল গণপরিবহনের ব্যবস্থা ও বায়ুদূষণ রোধ করা। এ ছাড়া প্রশাসনকে দুর্নীতিমুক্ত রাখাও মেয়রদের জন্য প্রধান চ্যালেঞ্জ।
নানা চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয়ভাবে সফলতার বিকল্প নেই। এজন্য কাউন্সিলরদের সঙ্গে নিয়ে ওয়ার্ডভিত্তিক পরিকল্পনা প্রণয়ন ও এর বাস্তবায়ন করাটা অত্যন্ত জরুরি। দুই মেয়রকেই আরও বেশ কিছু ব্যাপারে শুরু থেকেই কাজ করতে হবে। বিশেষ করে নিজস্ব আয় বৃদ্ধির মাধ্যমে স্বাবলম্বী হওয়া, জবাবদিহি নিশ্চিত করা, সেবাগুলো ডিজিটালাইজড করা, বিনোদনের ব্যবস্থা করা, ইচ্ছামতো রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ করা, যাত্রীছাউনি ও পর্যাপ্ত টয়লেট নির্মাণ, ফুটপাত দখলমুক্ত ও হলিডে মার্কেট স্থাপন, নানা কারণে ঝুঁকিতে থাকা পুরান ঢাকাকে নিরাপদ করা, বাজার মনিটরিং করা, অগ্নিঝুঁকি রোধে যথাসম্ভব তৎপর হওয়া, অবৈধ দখল উচ্ছেদ করা, নগরীকে সবুজায়ন করাসহ বেশ কিছু বিষয়ের ওপর বিশেষ জোর দিতে হবে। আমরা চাই নতুন মেয়রদ্বয় প্রথম থেকেই তাদের কাজে আন্তরিকতা ও জবাবদিহিতা দেখাবেন। তাদের সাফল্যই আমাদের কাম্য।
লেখক : শ্যামল বাংলা ডট নেট | সদস্য : ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে -|