মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন শিথিল করার কারণে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ সামনের দিকে বেশ বাড়তে পারে।
বাংলাদেশে রবিবার থেকে সীমিত পরিসরে মার্কেট খুলতে শুরু করেছে। এছাড়া এর আগেই খুলে দেয়া হয়েছে তৈরি পোশাক কারখানাগুলো।
এদিকে একই দিনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে রবিবার ২৪ ঘণ্টায় ৮৮৭ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে- যা কিনা এখনো পর্যন্ত সর্বোচ্চ।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী আশঙ্কার কথা জানিয়েছিলেন যে, লকডাউন শিথিল করে মার্কেটসহ অন্যান্য প্রতিষ্ঠান খুলে দেয়া হলে আক্রান্তের সংখ্যা বাড়বে।
বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতির চাকা সচল রাখতে হলে ধীরে ধীরে মার্কেটসহ অন্যান্য সব কিছু খুলে দিতেই হবে। তবে সেটাও করতে হবে স্বাস্থ্যবিধি বা শর্ত মেনে।
আর তা না হলে আক্রান্তের সংখ্যা ব্যাপকহারে বাড়তে পারে।