আবদুল করিম, লোহাগাড়া প্রতিনিধিঃ
সারাদেশের মত লোহাগাড়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তদের সংখ্যা। আজ নতুন করে আরও ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ১২জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
রবিবার (১০মে) বেলা ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা.মোহাম্মদ হানিফ। এ নিয়ে লোহাগাড়ায় মোট ২১জন জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হলো
তিনি জানান, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ( CVASU) তে নমুনা পরীক্ষায় তাদের ফলাফল পজিটিভ আসে।
নতুন করে আক্রান্ত এই ১৪ জনের মধ্যে ১২জন লোহাগাড়া উপজেলার স্বাস্থ্যকর্মী।এদের মধ্যে ৭জন পুরুষ, ৫জন মহিলা। অপর দুজন আমিরাবদ ইউনিয়ন ও চুনতি ইউনিয়নের বাসিন্দা।
তবে, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান পজিটিভ বেশি আসা এবং স্যাম্পল গুলো ৭ দিনের বেশি হওয়ায় শনাক্তদের আবার নমুনা পরীক্ষা হবে।