লাভলু শেখ লালমনিরহাট থেকে :
করোনার কারনে গত ২৬ মাচ থেকে এ যাবত সরকারের সাধারন ছুটির ১ মাস ১৭ দিন অতিবাহিত হচ্ছে। এ ছুটিতে লালমনিরহাট জেলার হত দরিদ্র ও কমহীন হয়ে পড়ে হাজার হাজার পরিবার অার এ মাস ১৭ দিনে জেলার ৫ উপজেলার ১ লক্ষ ৪৯ হাজার ৮৮১ টি পরিবারের মাঝে ১৪৯৮.৮১ মেট্রিক টন চাল ও নগদ ৭১ লক্ষ ৭৬ হাজার ৮৯৫ টাকা অাথিক সহায়তা হিসেবে সরকারের এান শাখা বিতরন করেছেন। পবিএ ঈদ উল ফিতর উপলক্ষে জেলার ৫ উপজেলার ৬০ হাজার পপরিবারের নিকট২০ কেজি করে চাল বিতরন করা হবে বলে জেলা এান শাখা জানান। বুধবার ১৩ মে দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা এান কমকতা মোঃ অালী হায়দার। তিনি অারো জানান করোনায় কমহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে এান সহায়তা অব্যহত থাকবে।