শুভ তংচংগ্যা :
এর্যন্ত কোভিড-১৯ (Anti-Virul) পরীক্ষিত বা ফার্মাকোপিয়া অনুমোদিত কোন মেডিসিন এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। কিন্তু কিছু কিছু ডাক্তারেরা মেডিসিন এর নাম লাইভে এসে প্রকাশ করে মানুষকে মিথ্যে শান্তনা দিচ্ছে । আবার কিছুকিছু কোম্পানি উৎপাদন কাজ ও শুরু করে দিচ্ছে।
লাইভে এসে প্রকাশ করা মেডিসিন নাম শুনে আমরা আলোর পথ খুঁজে পাই আর নির্ভয়ে এসব মেডিসিন নিয়ে সেবন করে থাকি শুধু ফলাফল এর শুন্য।
প্রথমে শুনছিলাম, ক্লোরোকুইন তারপর এজিথ্রোমাইসিন এখন আবার Ivermectin। বাংলাদেশে Scabo 6 এবং Ivera 6 নামে পাওয়া যায়। এসব আসলে মিথ্যা কথা
কোভিড-১৯ এ আক্রান্ত থেকে সুস্থ হওয়া ব্যক্তির প্লাজমা (রক্তরস) নিয়ে আক্রান্ত রোগীর শরীরে প্রয়োগ করলে তার থেকে রোগী কিছুটা প্রতিরোধ ক্ষমতা পায় তাতে ভাইরাস পরাজিত হওয়ার সম্ভবনা বেশি থাকে। এটা পরীক্ষিত ন্যাচারাল এবং যুক্তিসংগত হয়।এই প্লাজমা থেরাপিতে সুফল ও পাওয়া গেছে।
এখনো পর্যন্ত ফেইসবুক লাইভে এসে প্রকাশ করা ফ্লোরোকুইন, এজিথ্রোমাইসিন, স্কাবোসিক্স…… ইত্যাদি এখন পর্যন্ত কোনো মেডিসিন কাজে আসেনি। এটা একটা বুয়া শান্তনা ছাড়া আর কিছুই হতে পারেনা। প্রতিদিন ডাক্তার মারা যাচ্ছে কোভিড-১৯ আক্রান্ত হয়ে এসব থেরাপি কোন কাজ দিচ্ছেনা শুধু গুজব রটিয়ে মেডিসিন ব্যবসা করে সুবিধা ভোগ করছে কোম্পানি গুলো।
পরীক্ষিত ভ্যাক্সিন বাজারে না আসা পর্যন্ত দয়াকরে মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে ব্যবসা করবেন না বলে জানান ডঃ ওবাইদুল আজাদ।