রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
করোনা ভাইরাস পরিস্থিতিতে খাদ্য সংকট মোকাবেলায় স্থানীয় গ্রামীন অসহায় মানুষদের খাদ্য সহায়তা প্রদান করলেন সাবেক ইউপি চেয়ারম্যান।
আজ সকালে শেখপুরা ইউনিয়নের গাবুড়া মাঠে ত্রান বিতরণের আয়োজন করা হয়। ৪নং শেখপুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় সহস্রাধিক কৃষক শ্রমিক ও হতদরিদ্র পরিবারের মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন তালুকদার ডাব্লু। এসময় খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলীপ বাবু,সাহিনুর ইসলাম,সুশেন বাবু ও সাগর মাষ্টার প্রমুখ।
অনুষ্ঠানে সকলের উদ্দ্যোশে সাবেক চেয়ারম্যান ডাবলু বলেন, মহামারি ভাইরাস করোনা প্রতিরোধে সচেতনতাই প্রধান কাজ। তাই আমাদের সকলকে সামাজিক দুরুত্ব নিশ্চিত করনের বিষয়টিতে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে।
বিতরণকৃত খাদ্য সহায়তার ত্রান সামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি ৫ কেজি চাল,১/২ কেজি ডাল, ১/২ তেল,১ কেজি লবন,সাবান ও সবজী দেওয়া হয়েছে।