মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘টিপটপ জেন্টলম্যান’ বলে আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ওবায়দুল কাদের সুযোগ পেলেই সুললিত ভাষায় বিএনপিকে আক্রমণ করেন।
আজ দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মাঠ পর্যায়ে দায়িত্বরত সাংবাদিকদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিএনপিকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব অত্যন্ত সুবেশী এবং টিপটপ জেন্টলম্যান। তিনি সুযোগ পেলেই বিএনপিকে আক্রমণ করেন এবং তার সুন্দর-সুললিত ভাষায় সেই আক্রমণগুলো করেন।
মির্জা ফখরুল বলেন, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে, আপনি যে কথাগুলো বলেন, আবার শোনেন কী বলছেন? শোনা উচিত এজন্য যে, তাহলে আপনি নিজেই বুঝবেন যে, জনগণ আপনার কথা বিশ্বাস করছে না, তাহলে নিজেই বুঝবেন যে, এই কথাগুলো সঠিক নয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারের পরিচালনায় অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সহ-সভাপতি রাশেদুল হক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল উদ্দিন, প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।