লাভলু শেখ লালমনিরহাট থেকে:
লালমনিরহাটের কালিগন্জ উপজেলায় এই প্রথম করোনায় ২ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। কালিগন্জ হাসপাতাল সৃএে জানা গেছে কালিগন্জের এক জন পুরুষ অপর জন মনিহারী মাদরাসা সংলগ্ন ঢাকার সাভার হেমায়েতপুর থেকে আসা এক মহিলার করোনা শনাক্ত হয়েছে। এবারেই প্রথম করোনা রোগী মিললো কালিগন্জে করোনা আক্রান্তের নাম কালিগন্জ হাসপাতালের ক্যাশিয়ারবেলায়েত হোসেন (৩৭) এবং মহিলার নাম রোজিনা আক্তার (১৭) বলে জানা যায়।