লাভলু শেখ, লালমনিরহাট থেকে :
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় অটোরিকশার ধাক্কায় মোকছেদ আলী (৫৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার ১০ মে দু্পুর ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার কাজীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকছেদ আলী কাকিনা ইউনিয়নের কাজীরহাট গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে গাভীর দুধ নিয়ে বাইসাইকেলে করে বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন মোকছেদ। পথে কাজীরহাট এলাকায় অটোরিকশার ধাক্কায় সাইকেলে নিয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
লাভলু শেখ, লালমনিরহাট ০১৭১০২৬৪৩৭২