তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রমে সহায়তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১ লক্ষ টাকার চেক প্রদান করে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।
সোমবার (৪ মে) প্রদত্ত এই চেক গ্রহণ করেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সাবেক সভাপতিসহ কুলিয়ারচর উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ।
চেক গ্রহণকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই টাকা আজকের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব বরাবর পাঠিয়ে দেয়া হবে।
জেলা প্রশাসক আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী এ জেলার ২৭৮টি কওমী মাদ্রাসায় ২৯ লক্ষ ৫ হাজার টাকা প্রদান করেছেন যা আজকের মধ্যেই বিতরণ করা হয়ে যাচ্ছে। এছাড়াও এ জেলায় করোনা রোগীদের সাহায্যার্থে মাননীয় প্রধানমন্ত্রী ২৫ লক্ষ টাকা প্রদান করেছেন যা এই সপ্তাহের মধ্যেই বিতরণ শুরু হবে। এক্ষেত্রে যে সকল রোগী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা করে প্রদান করা হবে এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে প্রদান করা হবে।