তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
করোনা দুর্যোগে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান-চাল ক্রয়, মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে কমিউনিস্ট পার্টির উদ্যোগে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে শহরের গৌরাঙ্গবাজার সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তৃতা করেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক সভাপতি ডা. এনামুল হক ইদ্রিস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, সম্পাদকমন্ডলীর সদস্য আবুল হাসেম মাস্টার, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অপু সাহা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দুর্নীতি, লুটপাট বন্ধ এবং অভিযুক্তদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে প্রতিটি ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্র চালু করা, পল্লী রেশনিং ব্যবস্থা চালু, শিক্ষাখাতে প্রণোদনা প্রদান এবং শিক্ষা, চিকিৎসা ও কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানান।