আফজাল হোসাইন মিয়াজী, নাঙ্গলকোট, কুমিল্লা।
কুমিলার নাঙ্গলকোটে বুধবার সকালে বজ্রপাতে হেদায়েত উল্লাহ (হেদু) (৫৫) নামে এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়ছে। হেদায়েত উল্লাহ স্থানীয় ওমরগঞ্জ বাজারে পান ব্যবসার পাশাপাশি কৃষিকাজ করতেন। তিনি উপজেলার দক্ষিণ শাকতলী গ্রামের পুর্ব পাড়ার মৃত আবদুল লতিফের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে তার বাড়ির পূর্ব পাশে বীজ তলায় আঊস ধান বীজ বপন করার সময় বজ্রপাতের ঘটনা ঘটলে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে। হেদায়েত উল্লাহর ৩ ছেলে ও ৩ মেয়ে রয়েছে।