রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি ব্যাবসায়ী ,নোয়াখালী জেলা আওয়ামীলীগের শিল্পও বানিজ্য বিষয়ক সম্পাদক নাজমুল হক নাজিমের খাদ্যসহায়তা ইফতার সামগ্রী বিতরন। তিনি কোম্পানীগন্জ উপজেলা আওয়ামীলীগের নীতি নির্ধারক বসুরহাট পৌরসভা মেয়র আব্দুল কাদের মির্জার অনুপ্রেরনায় করোনার শুরু থেকে গরীব অসহায় মাুষের পাশে মানবতার হাত বাড়িয়েছেন। তারই ধারাবাহিবতায় তিনি চর ফকিরার গরীব অসহায় মানুষের কথা চিন্তা করে এ খাদ্যসহায়তার ব্যাবস্থা করেন। তিনি বলেন ১৯৮১ সাল থেকে আমাদের পরিবার যাকাত দেওয়া শুরু করেছে, আমার বড় ভাই ইন্জিনিয়ার ও দিচ্ছে, ছোট ভাইও এলাকার মানুষের জন্য সহায়তা করছে, তারই ধারাবাহিকতায় আমি পারিবারিক ঐতাহ্য ধরে রাখতে প্রতিবছর কিছুটা হলেও গরীব মানুষকে যাকাত দিয়ে থাকি। করোনার প্রদুর্ভাবে একটু দায়িত্ব বেড়ে গেছে এটা ভেবে আজ এ ১৫০০ শ গরীব হত দরিদ্র মানুষের জন্য আমার ব্যাক্তিগত পক্ষ থেকে এ উপহার। মানবিক সহায়তা আমার চলমান থাকবে, আমি অতীতে সহযোগিতা করেছি বর্তমানে করছি ভবিদষ্যতে ও করবো। আল্লাহ সর্ব শক্তি মান আমাকে কিছু দিয়েছে বিধায় আমি গরীব মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, সবাই আমার জন্য দোয়া করবেন ভবিষ্যতে যেন আরও বেশী দান করতে পারি।