মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী জেলার অন্তর্গত গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের পানপট্টি একাদশ বনাম রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া একাদশ এর মাঝে প্রিতী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকালে পানপট্টি খেলার মাঠে এ প্রিতী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় ৯০ মিনিট হাড্ডা হাড্ডি লড়াইয়ে কোড়ালিয়া একাদশ ৩-০ গোলে জয় লাভ করে।
এসময় কোড়ালিয়া একাদশের পক্ষে ১০ মিনিটে প্রথম গোলে করে দলকে লিড এনে দেন মিডফিল্ডার এন,কে নবিন মাহামুদ, খেলার ৩০ মিনিটে স্ট্রাইকার জাবের হোসেনের জোড়ালো শর্টে ২ গোল ও ৮৯ মিনিটে ডিফেন্ডার বায়জিদের দূরপাল্লা শর্টে ৩ গোলের দেখা পায় কোড়ালিয়া একাদশ।
উক্ত খেলার স্কোর কোড়ালিয়া একাদশ ৩ পানপট্টি একাদশ ০।