সাদ্দাম হোসেন,ঠাকুরগাঁও। ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাসে আক্রান্তদের বাড়িতে ফলমূল নিয়ে দেখতে গেলেন জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম।
শনিবার সন্ধ্যায় জেলাপ্রশাসকের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলায় ১২জন আক্রন্তদের বাড়িতে গিয়ে ফলমূলের একটি করে বক্স তুলে দেন তাদের হাতে।
এ সময় তিনি আক্রান্তদের খোঁজখবর নেন।
জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান বলেন,আক্রান্তদের মনোবল চাঙ্গা ও তাদের তাদের আনুষঙ্গিক বিষয় খোঁজ খবর জানতে তিনি এমন উদ্যোগ নিয়েছেন। তিনি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে সদয় আচরন করার জন্য প্রতিবেশীদের অনুরোধ করেন।
পরে তিনি আক্রান্তদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলার পরামর্শ দেন। তাদের যেকোন সমস্যা জেলা ও উপজেলা প্রশাসনকে অবহিত করতে বলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা প্রশাসকের কার্যালয় সুত্রে জানা গেছে,
জেলায় এ পর্যন্ত করোনারোগী শনাক্ত হয়েছে ১৬জন। এ দের মধ্যে সুস্থ্য হয়ে বাড়িতে ফিরেছেন তিনজন। বাকী ১৩জনের অবস্থা স্বাভাবিক পর্যায় আছে তারাও সুস্থ্য হওয়ার পথে।