1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গরীবের ত্রান লুটেরা সহীহ খায়রুলনামা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির আজিমুশশান মিলাদ মাহফিল ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৯৬তম খোশরোজ শরিফ সাড়ে নয় শত এতিমখানা ও হেফযখানায় নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ  ‎কক্সবাজার প্রেস ক্লাবের কমিটি নিয়ে আপত্তি জানিয়ে পুলিশ সুপারকে স্মারকলিপি চৌদ্দগ্রামে ছোটখিল সমাজকল্যাণ ফাউন্ডেশ’র উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা মাগুরায় কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে লিগ্যাল এইড কমিটির সদস‍্যদের ওরিয়েন্টেশন মানিকছড়িতে শীত কম্বল বিতরন সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নে ৩০০  রামগড়ে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি-পুরস্কার বিতরণী করলেন পুতুল ফাউন্ডেশন

গরীবের ত্রান লুটেরা সহীহ খায়রুলনামা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ১৫১ বার

অলিউল্লাহ নোমান |

গরীবের জন্য গঠিত ত্রাণ তহবিলের টাকা গ্রহনকারী এ বি এম খায়রুল হক একদা বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিচারপতি ছিলেন। বিচার ব্যবস্থাকে পুরোপুরি কিভাবে সরকারের অনুগত করতে হয় সে উদাহরণ তিনি সৃষ্টি করে গেছেন।
আমার আগের আলোচনায় ত্রাণ তহবিলের টাকা গ্রহন এবং সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় নিয়ে জালিয়াতির প্রসঙ্গে বলেছিলাম। তাই এ বিষয় গুলো আজ পুনরাবৃত্তি করতে চাই না। আজ তাঁকে নিয়ে ভিন্ন একটি প্রসঙ্গে আলোচনা করব। কিভাবে তিনি বাংলাদেশের সংবিধানকে তছনছ করেছেন সে বিষয়টি সবার নজরে আসা উচিত।
এ বি এম খায়রুল হক তখন হাইকোর্ট বিভাগের বিচারক। চার দলীয় জোট সরকার ক্ষমতায়। পুরাতন ঢাকার মুন সিনেমা হলের মালিক একটি মামলা করতে আসেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে। মুন সিনেমা হলটি স্বাধীনতা যুদ্ধের পর পরিত্যক্ত সম্পত্তি হিসাবে সামরিক ফরমানের মাধ্যমে সেনা কল্যাণ সংস্থাকে হস্তান্তর করা হয়েছিল। সিনেমা হলের মালিক এখন এটি ফেরত চায়। এজন্য তিনি হাইকোর্ট বিভাগে একটি মামলা করার জন্য আসেন। ওই মামলার আইনজীবী আজমালুল হোসেন কিউ সি। মামলাটি নিয়ে যাওয়া হয় হাইকোর্ট বিভাগের বিচারপতি এ বিএম খায়রুল হক ও এ টি এম ফজলে কবীরের বেঞ্চে। ফজলে কবীরকে সবে মাত্র চার দলীয় জোট সরকার নিয়োগ দিয়েছে। বিচার ক্যাডার থেকে তাঁকে হাইকোর্টে নিয়োগ দেয়া হয়েছিল। অর্থাৎ তিনি জেলাজজ হিসাবে কর্মরত ছিলেন। সেখান থেকে তাঁকে হাইকোর্ট বিভাগে নিয়োগ দেয় চার দলীয় জোট সরকার। তখনো হাইকোর্ট বিভাগে তিনি অস্থায়ী বিচারক। পদটি স্থায়ী হয়নি। এই ফজলে কবীরকে পরবর্তীতে আওয়ামী লীগ আন্তর্জাজিত অপরাধ ট্রাইব্যুনালেও নিয়োগ দেয়।
হাইকোর্ট বিভাগে অস্থায়ী বিচারপতি হিসাব খায়রুল হকের সাথে তাঁকে বেঞ্চ দেয়া হয়।
মুন সিনেমা হলের মামলা নিয়ে তাদের কোর্টে আসলে এটা ফেরত দেয়া হয়। মনে করবেন না ভাল উদ্দেশ্যে ফেরত দেয়া হয়েছিল। খায়রুল হক সাহেব তখন মামলার বাদীকে কিছু পরামর্শ দেন। বললেন, এভাবে করলে চলবে না। মামলায় সামরিক ফরমানের বৈধতা চ্যালেঞ্জ করতে হবে। শুধু মুন সিনেমা হল ফেতন নয়, সামরিক ফরমানের বৈধতা চ্যালেঞ্জ করে সাজিয়ে নিয়ে আসুন। এটা বলার পর বাদী মামলাটি সামনে প্রসিড না করে, টেইক ব্যাক করলেন। খায়রুল হকের পরামর্শ অনুযায়ী সিনেমা হল ফেরত পেতে সামরিক ফরমানের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা সাজানো হল। শহীদ জিয়াউর রহমানের সময়ে জারি করা সামরিক ফরমানের বৈধতা চ্যালেঞ্জ করা হল এ মামলায়।
আবারো একই বেঞ্চে নিয়ে যাওয়া হল। বলা হল, আপনার পরামর্শ অনুযায়ী এবার মামলা সাজানো হয়েছে। তিনি দেখলেন তাঁর মনে মত হয়েছে। এবার উদ্দেশ্য হাসিল করা যাবে। দেরি না করে, সামরিক ফরমান কেন অবৈধ ঘোষনা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করলেন। রুলের নির্ধারিত সময় শেষ হতেই তাঁর তাগিদে মামলাটির শুনানীর জন্য আবেদন করে বাদী পক্ষ। শুনানী শুরু হয়ে যায় দ্রততার সাথে।

এবার আসুন আরো মজার বিষয় জানা যাক:
সুপ্রিমকোর্টের প্রচলিত রীতি অনুযায়ী দীর্ঘ ছুটি শেষে বেঞ্চ পরিবর্তন করা হয়। মামলাটির শুনানী শুরু হওয়ার পর একটি দীর্ঘ ছুটি ছিল। ছুটির আগে এটি আর শেষ করা সম্ভব হয়নি। ছুটির পর প্রচলিত নিয়ম অনুযায়ী বেঞ্চ ভেঙ্গে পরিবর্তন হয়ে গেল। খায়রুলে হকের বিচারিক আওতাও কিছুটা পরিবর্তন হয় এতে। পরিবর্তিত এখতিয়ার অনুযায়ী তিনি আর এ মামলা শুনানী গ্রহন করতে পারেন না। তবে বসে নেই সুচতুর খায়রুল হক। এবার ফন্দি আটলেন। প্রধান বিচারপতির কাছে গিয়ে আবেদন করবেন। বলবেন এ মামলাটি তিনি শুনানী করে নিষ্পত্তি করতে চান।
তখন প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছিল হোসেন। ফন্দি অনুযায়ী খায়রুল হক প্রধান বিচারপতির কাছে নিজের একান্ত ইচ্ছাটি ব্যক্ত করেন। তাঁর নিবেদন হচ্ছে, এ মামলাটি (মুন সিনেমা হলের মালিকানা নিয়ে দায়ের করা) আমি রুল দিয়েছিল। শুনানীও শুরু করেছি। এর মধ্যে বেঞ্চ ভেঙ্গে গেছে। সুতরাং শুধু এ মামলাটি নিষ্পত্তির জন্য আগের বেঞ্চ পুনর্বহাল করুন। কারন এ টি এম ফজলে কবীরকে তাঁর বেঞ্চ থেকে সরিয়ে অন্য বেঞ্চে দেয়া হয়েছিল। খায়রুল হকের বিচারিক এখতিয়াও পরিবর্তিত হয়ে গেছে। এ শুধু এম মামলাটির জন্য তাঁর এখতিয়র বহাল করে উভয়কে এক বেঞ্চে বসে নিষ্পত্তির সুযোগ চাইলেন। অর্থাৎ খায়রুল হকের আবেদন হল শুধু এ মামলাটি শুনানীর জন্য এটিএম ফজলে কবীরকে তাঁর সাথে দেয়া হউক। এ মামলার জন্য বিচারিক এখতিয়ারও আগের যায়গা পুনর্বহাল করা হউক। নতুবা মামলাটি আবার নতুন করে শুনানী শুরু করতে হবে। নতুবা এ মামলাটি তখন অন্য বেঞ্চে শুনানী হতে হত। যে বেঞ্চের এরকম মামলা শুনানীর এখতিয়ার রয়েছে সেখানে যেত এম মামলাটি।
সৈয়দ জে আর মোদাচ্ছিল হোসেন সাহেব অতি সরল প্রকৃতির মানুষ! তিনি ধুরন্দর খায়রুল হকের অসৎ উদ্দেশ্য বুঝতে পারেননি। সরল বিশ্বাসে শুধু এ মামলাটি শুনানীর জন্য এটিএম ফজলে কবীর ও খায়রুল হক এক সাথে বসার জন্য অনুমতি দিলেন। আগের বেঞ্চর মত বিচারিক এখতিয়ারও বহাল করে দিলেন এ মামলার জন্য। প্রতি কার্যদিবসের একটি নির্ধারিত সময় তারা এক সাথে বসে এ মামলা শুনানী করবেন। এরকম অনুমতি দিয়ে দিলেন প্রধান বিচারপতি।
এতে খায়রুল হক উদ্দেশ্য হাসিলে এগিয়ে গেলেন আরো একধাপ।

আরো কিছু মজার ঘটনা রয়েছে-
এ মামলাটির শুনানীর জন্য রাষ্ট্রপক্ষ থেকে নিয়োগ পেলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল। তাঁকে কখনো জাতীয়তাবাদী শিবিরে আমার সাংবাদিকতা জীবনে দেখিনি। চার দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর হঠাৎ করে দেখা গেল ফিদা এম কামাল অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হয়ে গেছেন। কাকে নিয়োগ দেবে না দেবে এটা সরকারের ব্যাপার। যারা সরকারে থাকেন তাদের এখতিয়ার। শুধু ইনফরমেশন হিসাবে বিষয়টি উল্লেখ করা।
আমার অভিজ্ঞতায় যতটুকু জানতে পেরেছিলাম ফিদা এম কামাল ছাত্র ইউনিয়নের সক্রিয় নেতা ছিলেন। তাঁর সে রাজনৈতিক চিন্তাই বহর করছেন তখনো। কখনো তিনি বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস ছিলেন না। চার দলীয় জোট সরকার ক্ষমতা থেকে যাওয়ার পরও তাঁকে আর জাতীতাবাদ শিবিরে দেখা যায়নি। সুতরাং এরকম একটি সাংবিধানিক মামলায় যেভাবে লড়াই করার দরকার ছিল খায়রুল হকের আদালতে, বলতে গেলে সেভাবে হয়নি। খায়রুল হক এখানেও একদফা ওয়াকওভার পেলেন।
কারো মাথায় ধরেনি খায়রুল হক শুধু এ মামলাটি শুনানী গ্রহনের জন্য কেন এত আগ্রহী! কেন প্রধান বিচারাপতিকে বারবার অনুরোধ জানিয়েছেন তিনি এ মামলাটি নিষ্পত্তি করতে চান! কি এমন রহস্য এমামলায়! এ বিষয়টি কারো চিন্তায় আসেনি। শুনানী শুরু হলেও মোটিভ বোঝা যায়। সামরিক ফরমান চ্যালেঞ্জ হয়েছে। শুনানীর আলোচনাও সামরিক ফরমান নিয়ে। সুতরাং বুঝতে তো বাকী থাকার কথা নয় কি ঘটতে যাচ্ছে! ওই যে বললাম, মনের ভেতরে ছাত্র ইউনিয়নের চিন্তা সরকারি আইনজীবীর!
শুনানী গ্রহন শেষে রায়ের পালা। দীর্ঘ রায়ে তিনি ১২টা বাজিয়ে দিলেন বাংলাদেশের সংবিধানের। খন্দকার মুশতাক থেকে শুরু করে এরশাদ পর্যন্ত জারি করা সব সামরিক ফরমান অবৈধ ঘোষণা করলেন। তবে আবার কিছু বিষয় রেখেও দিলেন। যেমন সামরিক ফরমানে সুপ্রিমকোর্টের বিচারকদের বয়স বৃদ্ধি করেছিলেন শহীদ জিয়াউর রহমান। সামরিক ফরমানে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। এরকম নানা বিষয় রয়েছে। সে গুলো রেখে দিতে বললেন। অর্থাৎ সামরিক ফরমানে কিছু বৈধতা পেল কিছু অবৈধ বলা হল।
কিন্তু তাঁর উদ্দেশ্য ছিল শহীদ জিয়াউর রহমানকে অবৈধ শাসক বলা। সেটা তিনি বলে দিলেন। সংবিধানের চার মূলনীতি থেকে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস উচ্ছেদ করার নির্দেশ দিলেন। তাঁর দৃষ্টিতে এটা অবৈধ।

আরো মজার কিছু বিষয় ঘটিয়েছেন খায়রুল হক:
হাইকোর্টের কোন মামলার রায়ের বিরুদ্ধে আপিল করতে পুর্ণাঙ্গ রায়ের কপি লাগে। খায়রুল হক সাহেব এ মামলায় রায়ে লিখে চুড়ান্ত করতে দেরি করেছেন কয়েক মাস। এদিকে তৎকালীন চার দলীয় জোট সরকার হাইকোর্টের রায়ের দিনই লিভ টু আপিল দায়ে করে। অর্থাৎ আপিল করার জন্য আগ্রহ প্রকাশ করে অনুমতি চান এবং হাইকোর্টের রায় স্থগিত করার আবেদন করেন। রাতে প্রধান বিচারপতির বাস ভবনে শুনানী হয়। রাতেই হাইকোর্টের রায় স্থগিত হয়ে যায়। এবার চার দলীয় জোট সরকার মনে করলেন কারবার সারা। তারা বিজয়ী হয়ে গেছেন!
সুচতুর খায়রুল হক পূর্নাঙ্গ রায়ে স্বাক্ষর করছে না। কারন পূর্নাঙ্গ রায়ে স্বাক্ষর করলেই যদি সরকার আপিল বিভাগে গিয়ে শুনানী করে নেয়! তখনো আপিল বিভাগে অনেক ন্যায় পরায়ন বিচারক ছিলেন। দীর্ঘ কয়েক মাস পর রায়ে স্বাক্ষর করেন। এতে অনেক সময় গড়িয়ে যায়। সরকারের শেষ বেলা চলে আসে। সরকারও যে এ মামলাটি শুনানী করে নিষ্পত্তির জন্য এতটা তৎপর ছিলেন, সেরকম কোন দৃশ্য দেখা যায়নি। সরকার চাইলে ক্ষমতা ত্যাগের আগে সুপ্রিমকোর্টে আবেদন করে মামলাটির নিষ্পত্তি করা সম্ভব ছিল তখনো।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কি ঘটেছে?
আওয়ামী লীগ ক্ষমতায় এসেই প্রথমে এ মামলাটি আপিল বিভাগে শুনানী নিষ্পত্তির আবেদন জানায়। ততদিনে তারা আপিল বিভাগে নিজেদের মত করে দালাল বিচারক নিয়োগ দিতে সক্ষম হয়েছেন।
তখন চার দীয় জোট সরকারের আমলে আপিল বিভাগে নিয়োগ পাওয়া তাফাজ্জাল ইসলাম তখন প্রধান বিচারপতি। শেখ হাসিনা ক্ষশতায় এসে তাদের ঘরের লোক তাফাজ্জালকে প্রধান বিচারপতি নিয়োগ করেন। কেন শেখ হাসিনার ঘরের লোক বললাম? প্রশ্ন করতে পারেন। তাই তাঁর পরিবারের সদস্যদের পরিচয় উল্লেখ করা প্রয়োজন। দেখে নিতে পারেন তাঁর পরিবারের অন্য সদস্যদের রাজনৈতিক চিন্তা কি!
পিলখানা হত্যাকান্ডের পর বিডিআর মহা-পরিচালক হওয়া ইন্ডিয়ান দালাল মেজর জেনারেল মইনুল ইসলামে বড় ভাই হলেন তাফাজ্জাল ইসলাম। ঢাকা উত্তরের বর্তমান মেয়রেরও তাফাজ্জাল ইসলামের ছোট ভাই। ওই তাফাজ্জাল ইসলামকে ১৯৯১ সালের বিএনপি সরকারই হাইকোর্ট বিভাগে বিচারপতি বানিয়েছিল। চার দলীয় জোট সরকার ক্ষমতায় এসে আপিল বিভাগে বিচারক বানিয়েছিল তাঁকে। পঞ্চম সংশোধনীর শেষ পেরেকটা তিনি মেরে দিয়ে গেছেন সুপ্রিমকোর্ট থেকে বিদায়ের আগে।
তাফাজ্জাল ইসলাম প্রধান বিচারপতি পদ থেকে অবসরে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। তাই খায়রুল হকের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলটি শুনানী করে নিষ্পত্তির আগ্রহ প্রকাশ করলেন। সরকারের ইচ্ছা এবং তাঁর অতি আগ্রহেই দ্রæততার সাথে মামলাটি শুনানীর জন্য আপিল বিভাগে তালিকাভুক্ত হয়। এ মামলার শুনানীতে ছিলেন সুরেন্দ্র কুমার সিনহা, মোজাম্মেল হোসেন। তারা আওয়ামী চিন্তা অনুযায়ী খায়রুল হকের রায়ের বৈধতা দিয়ে দিলেন।

আরো কিছু কথা:
সংবিধান তছনছকারী খায়রুল হক হাইকোর্ট বিভাগে রায় দিয়েও বহাল তবিয়তে ছিলেন। চার দলীয় জোট সরকারের সময়ে নিয়োগ পাওয়া অস্থায়ী বিচারক এ টি এম ফজলে কবীর স্থায়ী বিচারক হলেন। চার দলীয় জোট এমন সব ব্যক্তিদের খুজে বের করেছিলেন, যারা কট্রর আওয়ামী। এটিএম ফজলে কবীর একজন কট্ররপন্থি আওয়ামী হওয়ার সুবাদেই তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হিসাবে প্রথম পছন্দের তালিকায় রাখা হয়। ট্রাইব্যুনালে প্রথম নিয়োগ পাওয়া ৩ জনের একজন হলেন ফজলে কবীর। নিজামুল হক নাসিমের পদত্যাগের পর কিছুদিন একটি ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করেছেন।
খায়রুল হককে এখন আওয়ামী সরকার আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক হিসাবে নিয়োগের জন্য মনোনয়ন দিয়েছে। আসুন আমরা সবাই তালিয়া বাজাই।
এখানে একটি বিষয় উল্লেখ্য। ত্রান তহবিলের টাকা নিয়েই কিন্তু শেখ হাসিনা এবং খায়রুল হক উভয়ের দন্ড একসাথে হওয়া সম্ভব। বেগম খালেদা জিয়া যে ট্রাষ্টের সাথে কোন সম্পর্কই ছিল না। ওই ট্রাষ্টের টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে গেছে। এজন্যই কারাদন্ড। আর সরকারি ত্রাণ তহবিলের টাকা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শেখ হাসিনা তাঁর পছন্দের একজন বিচারককে দিয়েছেন। যার ঢাকায় নিজের বাড়ি, সরকারি গাড়ি, বউয়ের বাড়ি,গাড়ি রয়েছে। কিন্তু এ নিয়ে কি কেউ কোন আওয়াজ কখনো শুনেছেন! ২০১১ সালের মে মাসেই কিন্তু খায়রুল হকের ত্রানের টাকার নিউজ করেছি। কেউ আবার বলবেন না বিদেশ থেকে অনেক কিছুই বলা যায়। এই নিউজ কিন্তু দেশ ছাড়ার দেড় বছর আগেই লিখেছিলাম। এ নিউজ প্রকাশের পরও আরো অনেক নিউজ করেছিলাম দেশে অবস্থান করেই। স্কাইপ স্ক্যান্ডালও কিন্তু দেশে থেকেই প্রকাশ করেছিলাম। কিন্তু নিয়তির নির্মম পরিহাস দেশ ছাড়তে হয়েছিল। তাই এখন কিছু লিখলেই খুচা শুনতে হয় বিদেশ থেকে অনেক কিছুই বলা বা লেখা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম