সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও : মহামারীর করোনার কারনে কর্মহীন বাবা খোকন আলী যেন ক্ষুদার্ধ সন্তানদের মুখের দিকে চেয়ে দেখা ছাড়া কিছু করার নেই তার। তাই একমাত্র মা যেন ভরসা দুই সন্তানের। সন্তানদের মুখে এক মুঠো আহার তুলে দিতে প্রতিবেশীদের কাছ থেকে ধার করা চাল এনে রান্না পরিশেষে সন্তানদের মুখে তুলে দেন মা রাজিয়া বেগম।
তবেএকেক করে সব প্রতিবেশীদের দরজাও বন্ধ। শেষে আকুতি ক্ষুদার্ধ সন্তানদের মুখে একবেলা অাহার তুলে দিতে বিত্তবানদের দরজা। সে দরজা যেন ইস্পাত দিয়ে ঢালাই করা। হাহাকার শুনেননি কেউ। সব শেষে ওই অসহায় পরিবারটি সহ আরও একটি পরিবারে পাশে দাড়াঁলেন ঠাকুরগাঁও জেলা ও দায়রা জর্জ আদালাতের আপিল সহকারি আব্দুল্লাহ আল মামুন। ঘটনাটি শোনার পরে তিনি মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর ধন্দোগাঁও গিয়ে ওই পরিবারে দিনমুজুর খোকনের হাতে তুলে দেন খাদ্যসামগ্রী। এ সময় আবেগআপ্লুত হয়ে পড়ে খোকনের স্ত্রী রাজিয়া বেগম। তিনি বলেন,এতদিন প্রতিবেশীদের কাছ থেকে চাল,তেল ধার করে এনে রান্না করেছি। এখন আর কেউ ধার দিতে চায়না। ছেলে মেয়ে নিয়ে খুব কস্টে যাচ্ছিল দিন। এ খাবার গুলো দিয়ে বাচ্চাদের নিয়ে কিছুদিন চালিয়ে যেতে পারবো।
খোকন আলী বলেন,করোনার কারনে এখন আর কাজে যেতে পারি না।স্ত্রী ও দুই সন্তান নিয়ে মাঝেমধ্যে উপোষও থাকতে হচ্ছে।
এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন,আমাদের
মহামারীর এ দুর্যোগকালীন সময়ে সমাজের বিত্তবানতের এগিয়ে আসতে । তাদের সামান্য সাহায্যের হাতও অনেক উপকৃত হবে একটি পরিবার একটি সমাজ। আসুন আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেই। অসহায় মানুষের পাশে দাঁড়াই।
উল্লেখ্য এর আগেও আব্দুল্লাহ আল মামুন,করোনার কারণে চরম বিপাকে পড়ে থাকা শিক্ষার্থীদের ঈদের উপহার হিসেবে তার দুইটি মেসের ৩৮জন শিক্ষার্থীর ৬মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন।
ওই সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক,শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবক সহ বিভিন্ন পেশা শ্রেনীর মানুষ মামুনের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।