সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
সারা বিশ্বে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলছে এরমধ্যে ফ্রন্টলাইনে কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছে ডাক্তার,পুলিশসহ গণমাধ্যমকর্মীরা।
এরমধ্যে বিজয় টিভি’র চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রতিনিধি মোঃ নাছির উদ্দীন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে নিজ বাসায় অবস্থান করছেন।
চট্টগ্রাম বিআইটিআইডি হতে গতকাল রাতে এই তথ্য নিশ্চিত হওয়া যায়। এবিষয়ে মোঃ নাছির উদ্দীন বলেন, সন্দেহবশত তিনি চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে নমুনা পরিক্ষা করে। আর এতেই গতকাল ১৩ মে রাতে তার রিপোর্ট পজিটিভ আসে।
তিনি শারীরিকভাবে ভালো আছেন জানিয়ে কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে ফিরে আসার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।