চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামে দ্যা ক্রিয়োটিভ গ্রুপ ১২ মে মঙ্গলবার দুপুরে শহরের বিভিন্ন এলাকার ২২টি বেওয়ারিশ কুকুরকে খাওয়ানো হয়। প্রোগ্রাম পরিচালনা করেন দ্যা ক্রিয়েটিভ কালচারাল গ্রুপ এর প্রতিষ্ঠাতা এবং পরিচালক জুলিয়েট জোন টসকানো, সহযোগিতায় ছিলেন গ্রুপ এর সদস্যগণ জুলিয়ান ডি কস্তা, প্রলয় লুক টসকানো সহ আরও অনেকেই। দ্যা ক্রিয়েটিভ কালচারাল উপদেষ্টা মিসেস সীমা কুকুরের খাবার রান্না করে পরিবেশনে সহযোগিতা করেন। করোনা ভাইরাস মহামারীর জন্য বিগত দুই মাস যাবত বাংলাদেশ এ লকডাউন চলছে। অসহায় দরিদ্র মানুষের পাশে কোন না কোন ভাবে সরকার, রাজনৈতিক ব্যক্তি,বিভিন্ন সংগঠন দাঁড়িয়েছে। কিন্তু অবলা প্রাণীদের কথা অনেকেই চিন্তা করেনি। তারা বহুদিন ধরে না খেয়ে কষ্টে দিনাতিপাত করছে। প্রাণীরা আমাদের সমাজ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাদের এই দুঃসময়ে পাশে থাকা আমাদের কর্তব্য বলে মনে করেন গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক।