বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের আশেপাশের অস্বচ্ছলদের জন্য ফ্রী সবজি বাজার চালু করেছে শাখা ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার।
শনিবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের ১নং রেলক্রসিংয়ে এই ‘ফ্রী সবজি বাজার’ এর মাধ্যমে প্রায় শতাধিক অসচ্ছল ও নিন্মবিত্ত মানুষের মাঝে সবজি বিতরণ করা হয়।
এ বিষয়ে শাখা ছাত্রলীগ নেতা রকিবুল হাসান দিনার বলেন, দেশের এই পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সাধারণ মানুষের পাশে থাকার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা অনুপম রুদ্র, ফয়সাল, রাতুল, সনি, আকিব, রবিনসহ আরো অসংখ্য নেতাকর্মী।