এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
টঙ্গীর ঝিনু মার্কেট এলাকায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে টংগী পূর্ব থানা পুলিশ। নিহতের নাম সুইটি পালমা (৩৪)। তিনি স্থানীয় একটি স্কুল এন্ড কলেজের হিসাব রক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি গাজীপুর জেলার কালিগঞ্জ থানা রাঙ্গামাটিয়া গ্রামের মাইকেল পালমার মেয়ে।
নিহত সুইটি পালমা ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জননী ছিলেন। ছেলে স্থানীয় একটি বেসরকারি স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র ও মেয়ে একই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী। জানা যায়, আজ বৃহস্পতিবার (২৮ মে ২০২০ ইং) সকাল ৯ টায় নিহতের নিজ বাসায় নিহত সুইটি পালমার ঝুলন্ত লাশ দেখতে পান তার সন্তানেরা। পরে আশেপাশের লোকজন জানাজানি হলে আত্নীয়স্বজন এসে স্থানীয় থানায় অবগত করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে