এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
করোনায় কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন এক গণমাধ্যমকর্মী। নিজের ব্যবহৃত আইফোন টেন বিক্রি করে তিনি এই ত্রান বিতরনের করেন। গাজীপুরের টঙ্গীতে এমনি এক ব্যতিক্রমধর্মী কর্মকান্ডের খবর পাওয়া গেছে।যিনি করেছেন এমন আয়োজন তার নাম কাজী রফিক।তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার টঙ্গী প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
তিনি জানান,পরিবহন শ্রমিকরা অবহেলিত।তাদের নিয়ে ভাবছেন এমন বৃত্তবানের সংখ্যা নেহায়েত কম।তাই নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি বিক্রি করে তাদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি আরো বলেনএকাধিক পরিবহন শ্রমিকরা জানান,টঙ্গীর পরিবহন শ্রমিকরা এখনো কোন ত্রান সামগ্রি পাননি।
এছাড়া সমাজের গরীব ও অসহায় আরও তিন শত লোকের মাঝে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেন।তার নিজ এলাকায় গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার একটি বৃদ্ধাশ্রমে চাউল ও মাছ পাঠিয়ে নজির স্থাপন করেন। তিনি বলেন যতদিন নকডাউন চলমান থাকবে ততদিন গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাব।