এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লার ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকা ঘরবন্ধি নিম্ন আয়ের পর্যায়ক্রমে ২৫শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার মোল্লা বাজার মামদী মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।এসময় নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, টঙ্গী পশ্চিম থানা যুবলীগের প্রভাবশালী সদস্য বিল্লাল হোসেন মোল্লা, টঙ্গী থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মোল্লা, আওয়ামীলীগ নেতা সিরাজুল হক, নজরুল ইসলাম, সরোয়ার আলম লিটন, জামাল হোসেন, আল আমিন, যুবলীগ নেতা শামসুল আলম তারা, আল আমিন হোসেন, আবু রায়হান, সিমান্ত খোকন প্রমুখ সহ অন্যান্যরা।