সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তাঁর নাম আব্বাস আলী। তিনি ঠাকুরগাঁও সদর থানায় সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। শনিবার গভীর রাতে ডিউটি থেকে বাসায় ফেরার পথে বুকে তীব্র ব্যাথা অনুভব করলে তাৎক্ষণিক ভাবে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে এ তথ্য নিশ্চিত করেন ঠাকুরগাঁও থানার ওসি তানভীরুল ইসলাম।
ওই পুলিশ অফিসারের বাড়ি পঞ্চগড় জেলার ভজনপুর গ্রামে।