সাদ্দাম হোসেন,ঠাকুরগাঁও : করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দুস্থ ও অসহায় মানুষকে খাদ্যসামগ্রী উপহার দিলেন জার্মান প্রবাসী লিটন উদ্দীন।
পবিত্র রমজান উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া থানায় স্থানীয় মিশন স্কুল মাঠে ১ হাজার পরিবারকে এ উপহার দেয়া হয়।
শনিবার শেষ বিকালে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার রুহিয়া ইউনিয়নের বিভিন্নশ্রেণি-পেশার অসহায় মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেন সদর উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও)আব্দুল্লাহ আল মামুন।
উপহারসামগ্রীর মধ্যে রয়েছে- চাল, সেমাই, চিনি, পেঁয়াজ আলু ও তেল।
এসময় এক ভিডিও বার্তায় লিটন স্থানীয় এলাকাবাসীর উদ্দেশে বলেন, আপনারা সবাই ঘরে থাকুন, সাবধানে থাকুন। আপনারা যেনকরোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের হেফাজত রাখতে পারেন, আমি আল্লাহর কাছে এই কামনা করি।
পাঠানো বার্তায় পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছাও জানান তিনি।