রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি ঃ
দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলে শ্রমিক ও কর্মচারী ৫মাস ধরে বেতন ভাতা না পাওয়ার কারণে মানবেতর জীবন করেছ। অসহায় শ্রমিক কর্মচারীরা আজ রবিবার সকালে সেতাবগঞ্জ চিনি কলের মুল গেটের সামনে বকেয়া বেতন ভাতার দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে।
জানা যায়, গত ৫মাস ধরে মিলে কর্মরত শ্রমিক কর্মচারী/ কর্মকর্তাগণ কোন বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। আখচাষীদের পাওনা, মজুরী কমিশনের এরিয়া বিল, শ্রমিক কর্মচারীদের ৫মাসের বেতন ভাতাসহ মোট প্রায় ৩২ কোটি টাকা বকেয়া রয়েছে। শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বার বার চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকে বেতন ভাতা পরিশোধের ব্যাপারে চাপ দিয়েও কোন ফল পাচ্ছেনা।
মানববন্ধনে শ্রমিক নেতারা বেতন ভাতা পরিশোধের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন জানিয়েছেন।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এ.এইচ.এম জাকির হোসেন জানান, আখচাষীদের পাওনা, মজুরী কমিশনের এরিয়া বিল, শ্রমিক কর্মচারীদের ৫মাসের বেতন ভাতাসহ প্রায় ৩২ কোটি টাকা মিলের কাছে বকেয়া রয়েছে।
ইতিমধ্যে আখচাষীদের বেশীর ভাগ টাকা পরিশোধ করা হয়ে গেছে। মাত্র ১০লক্ষ টাকা হলেই আখচাষীদের সমস্যা সমাধান হয়েছে যাবে।