আলমগীর হোসেন, খাগড়াছড়ি।। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের দূর্গম সীমান্তবর্তী নাড়াইছড়ি এলাকায় পাড়ায় পাড়ায় মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌঁছে দিল দীঘিনালা উপজেলা প্রশাসন।
রবিবার(১৭মে) সকালে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা উপহার বিতরণ করা হয়। ধনপাতা ছড়া হতে নাড়াইছড়ি পাড়ায় পাড়ায় স্বেচ্ছাসেবকের মাধ্যমে নাড়াইছড়ি নিয়ে যায় এবং পাড়ায় পাড়ায় বিতরণ করা হয়েছে।নাড়াইছড়ির এলাকায় ৫শতাধিক পরিবার এই উপহার দেয়া হবে। পরিবার প্রতি ৩০ কেজি চাল, ১ কেজি সয়াবিন তৈল, ২ কেজি আলু, আধা কেজি মসুর ডাল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ বলেন, স্বেচ্ছাসেবক, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাবৃন্দ যারা দূর্গম এলাকায় এই কঠিন কাজটি বাস্তবায়নে সহায়তা করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।