1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে প্রথম বউ-শ্বাশুড়ী ২জন করোনায় আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন এস.এম আকতার উদ্দিন চৌধুরী  মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভাঙচুর, মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠান পণ্ড বিএনপি নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্ধেকই গায়েব শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী   সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক

নাঙ্গলকোটে প্রথম বউ-শ্বাশুড়ী ২জন করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ১৭০ বার

আফজাল হোসাইন মিয়াজী, নাঙ্গলকোট (কুমিল্লা):
নাঙ্গলকোটে প্রথমবারের মত বউ-শ্বাশুড়ীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সোমবার দুপুরে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ববামপাড়া মধ্যপাড়ার করোনা উপসর্গে নিহত আবদুল করিম ভুপনের স্ত্রী রাশিদা আক্তার (৫০) ও পুত্রবধু সুমি আক্তার (২৬)। উপজেলা স্বাস্থ্য বিভাগ তাদের করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর তাদেরকে বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেছেন। এদিকে উপজেলা প্রশাসন তাদের বাড়িটিসহ পূর্ববামপাড়া, বেল্টা ও ঝাটিয়াপাড়া গ্রাম লকডাউন ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেব দাস দেব বলেন, উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ববামপাড়া মধ্যপাড়া গ্রামের আবদুল করিম ভুপন (৮০) করোনা উপসর্গ জ্বর নিয়ে কুমিল্লা প্রাইভেট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। গত ৯ মে শনিবার ভোর রাতে সে গ্রামের বাড়িতে মারা যায়। উপজেলা স্বাস্থ্য বিভাগ খবর পেয়ে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করে। পরে নিহত আবদুল করিমসহ তার স্ত্রী এবং পরিবারের ৮সদস্যের নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআরে প্রেরণ করে। সোমবার দুপুরে তাদের মধ্যে দু‘জনের রিপোর্ট পাওয়া যায়। দু‘জনেরই করোনা পজিটিভ শনাক্ত হয়। তারা হলেন, আবদুল করিম ভুপনের স্ত্রী রাশিদা আক্তার (৫০) ও পুত্রবধু সুমি আক্তার (২৬)। তাদের বাড়িটি লকডাউন ঘোষণা করা হয়েছে। তাদেরকে করোনা রোগীদের চিকিৎসার জন্য গঠিত উপজেলা স্বাস্থ্য বিভাগের রেপিড রেসপন্স টিমের ২জন ডাক্তার, ২জন নার্স, ২জন স্বাস্থ্য সহকারি প্রেরণ করে এবং প্রয়োজনীয় চিকিৎসা সাপোর্ট দিয়ে বাড়িতে আইসোলেশনে রেখে সার্বক্ষণিক চিকিৎসা সহযোগিতার জন্য নিয়োজিত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল বলেন, আমরা পূর্ববামপাড়াসহ পাশ্ববর্তী বেল্টা ও ঝাটিয়াপাড়া গ্রাম লকডাউন ঘোষণা করেছি। এই তিন গ্রামের লোক অন্য কোন গ্রামে যেতে পারবে না এবং এই তিন গ্রামে কোন লোক প্রবেশ করতে পারবে না। ইতিমধ্যে বিভিন্ন প্রবেশপথ বন্ধ করা হয়েছে। এনিয়ে আমরা মসজিদের মাইকে ঘোষণা প্রদান করেছি। এছাড়া লোকজনের চলাচল সীমিত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে যে কোন সমস্যা মোকাবেলায় আমাদের তাৎক্ষণিক সবধরণের প্রস্তুতি রয়েছে।

রায়কোট দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল হক মজিব বলেন, আবদুল করিম ভুপন জ্বর নিয়ে কুমিল্লা প্রাইভেট মেডিকেলে সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। পরে গত ৯ মে শনিবার ভোর রাতে সে মারা যায়। পরে আবদুল করিম ভুপনসহ পরিবারের ৮জনের নমুনা সংগ্রহ করা হয়। ৮জনের মধ্যে দু‘জনের রিপোর্ট এসেছে। তাদের মধ্যে আবদুল করিম ভুপনের স্ত্রী ও ছেলের বউ এর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। উপজেলা প্রশাসন পূর্ববামপাড়া, বেল্টা ও ঝাটিয়াপাড়া গ্রাম লকডাউন ঘোষণা করেছে। এদিকে এর মধ্যে শুনতে পারছি, আবদুল করিম ভুপনের পার্শ্ববর্তী বাড়ির মুক্তিযোদ্ধা জাকির আহম্মেদও করোনার উপসর্গ জ্বর নিয়ে মারা গেছেন। উনার নমুনা সংগ্রহ করা হয়নি। ইতিমধ্যে মুক্তিযোদ্ধা জাকির হোসেনের মেয়েসহ আত্মীয়স্বজন পার্শ্ববর্তী বাসন্ডা ও পিপড্ডাসহ বিভিন্ন গ্রামে চলে গেছেন বলে জানতে পারি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম