1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে স্বামী, শ্বশুর ও মা-বাবার করোনা নেগেটিভ শনাক্ত হলেও স্ত্রী, পুত্রবধু ও ছেলে-মেয়ের করোনা পজিটিভ নিয়ে এলাকায় চাঞ্চল্য - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৩১ দফার লিফলেট বিতরণ করে মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এস এ জিন্নাহ কবীর ঠাকুরগাঁওয়ে মধ্যযুগীয় কায়দায় সিঁধ কেটে চুরি ! বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক তথ্য মন্ত্রী ও সাবেক সাংসদ ড. আব্দুল মঈন খান সাহেবের সাথে উনার বাসভবনে সাক্ষাত কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন এস.এম আকতার উদ্দিন চৌধুরী  মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভাঙচুর, মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠান পণ্ড বিএনপি নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্ধেকই গায়েব শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী  

নাঙ্গলকোটে স্বামী, শ্বশুর ও মা-বাবার করোনা নেগেটিভ শনাক্ত হলেও স্ত্রী, পুত্রবধু ও ছেলে-মেয়ের করোনা পজিটিভ নিয়ে এলাকায় চাঞ্চল্য

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ১৪৪ বার

নাঙ্গলকোট প্রতিনিধি :
নাঙ্গলকোটে চারজন করোনা পজিটিভ রোগীর করোনা আক্রান্ত হওয়া নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা স্বামী, শ্বশুর ও মা-বাবার সংস্পর্শে আসলেও স্বামী, শ্বশুর ও মা-বাবার করোনা পজিটিভ না এসে তাদের করোনা পজিটিভ আসা নিয়ে এলাকাবাসীর মধ্যে জল্পনা-কল্পনার শেষ নেই। এলাকাবাসী তাদের পরীক্ষার রিপোর্ট নিয়েও সন্দেহ প্রকাশ করছেন। আবার অনেকে বলছেন, যদি তাদের রিপোর্ট সত্য হয় তাহলে বাকীরা কিভাবে আক্রান্ত হলেন ? এলাকাবাসীর মধ্যে এত সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

জানা যায়, চারজন রোগীর মধ্যে করোনার কোন উপসর্গ নেই। তারা সুস্থ আছেন। এলাকাবাসীর নিকট প্রশ্ন হচ্ছে, তাদের সত্যিকার অর্থে করোনা পজিটিভ কিনা ? এদিকে, উপজেলা স্বাস্থ্য বিভাগের র‍্যাপিড রেসপন্স টিমের অধীনে হোম আইসোলেশনে রেখে তাদের নিয়মিত চিকিৎসা চলছে। আগামী ৭ অথবা ১৪ দিন পর আবার তাদের নমুনা পরীক্ষা করা হতে পারে। এছাড়া উপজেলা প্রশাসন করোনা আক্রান্ত রোগীদের এলাকার ৩টি গ্রাম এবং ৩টি বাড়ি লক ডাউন করেছে।

জানা যায়, উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ববাম পাড়া গ্রামের আবদুল হাকিম গত ৯ মে ভোর রাতে করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যায়। ওই সময়ে খবর পেয়ে উপজেলার স্বাস্থ্য বিভাগের র‍্যাপিড রেসপন্স টিম বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী আবদুল হাকিমের দাফন সম্পন্ন করেন। পরে র‍্যাপিড রেসপন্স টিম আবদুল হাকিমসহ তার পরিবারের ৮ সদস্যের নমুনা সংগ্রহ করে। গত ১১ মে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আবদুল হাকিমের স্ত্রী ও পুত্রবধুর করোনা পজিটিভ আসার পর ওইদিন উপজেলা স্বাস্থ্য বিভাগের র‍্যাপিড রেসপন্স টিম আবদুল হাকিমের স্ত্রী ও পুত্রবধুকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দিচ্ছেন। তাদের করোনা পজিটিভ আসায় উপজেলা প্রশাসন পূর্ববামপাড়াসহ প্বার্শবর্তী বেল্টা ও ঝাটিয়াপাড়া ৩টি গ্রাম লক ডাউন করেন। এর মধ্যে আবদুল হাকিমসহ পরিবারের অন্য ৬ সদস্যের করোনা নেগেটিভ আসে।

আবদুল হাকিমের ছেলে শাকিল আবিদ বলেন, আমার আব্বুর রোজা শুরুর আগে জ্বর আসে। পরে আমরা প্রথমে চৌদ্দগ্রামে এক চিকিৎসকের অধীনে চিকিৎসা করি। এক পর্যায়ে কুমিল্লা টাওয়ারে বেসরকারি কুমিল্লা মেডিকেল সেন্টারে দু‘দিন ভর্তি ছিল। পরে ১সপ্তাহের ঔষধ নিযে আমরা বাড়ি চলে আসি। মৃত্যুর একদিন আগে জ্বর ছেড়ে দেয়। সারাদিন সুস্থ ছিল। সন্ধ্যার দিকে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমরা নেবুলাইজার করি। পরে ভোর রাতে আব্বু মারা যায়। আমি আব্বুর সাথে সব-সময় ছিলাম। কিন্তু আব্বু এবং আমার করোনা পজিটিভ না এসে আমার আম্মু এবং ভাবীর করোনা পজিটিভ আসে। মহিলারা বাড়িতে সারাক্ষণ ছিল। তারা কোথায়ও যায় নাই। তাদের কিভাবে করোনা পজিটিভ আসে ? এটা কিছুতেই নিজেকে মানাতে পারছি না। আমার আম্মু এবং ভাবী সম্পূর্ণ সুস্থ আছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য বিভাগের র‍্যাপিড রেসপন্স টিমের অধীনে হোম আইসোলেশনে আরো ১০/১২দিন চিকিৎসা নিতে হবে। এতে করে তাদের কষ্ট হচ্ছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ মোবাইল ফোনে আমাদের খোঁজ-খবর রাখছেন। আমাদের আত্মীয়স্বজন, স্থানীয় চেয়ারম্যান এবং গ্রামবাসীও আমাদের খাবার দিচ্ছেন। কিন্তু আমাদের পার্শ্ববর্তী ১৫টি পরিবারের সদস্যরা সম্পূর্ণ লকডাউনে থাকায় তারা খাবারে কষ্ট পাচ্ছে।

এদিকে, গত ১৩ মে উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের কান্দাল দক্ষিণ পাড়া আটিয়াবাড়ির দু‘শিশুর করোনা পজিটিভ শনাক্ত হয়। তারা ভাই-বোন। বোনের বয়স ১৬ এবং ভাইয়ের বয়স ১২। গত ১ মে শিশু দু‘টির বাবা অসুস্থ হওয়ার পর তাদের মা, বাবাকে নিয়ে প্বার্শবর্তী নোয়াখালীর মাইজদীতে একটি হাসপাতালের এক চিকিৎসকের নিকট চিকিৎসার জন্য নিয়ে যান। চিকিৎসা নিয়ে তারা দু‘জন বাড়ি চলে আসেন। বাড়ি আসার এক সপ্তাহ পর ওই চিকিৎসকের করোনা পজিটিভ শনাক্ত হওয়ার বিষয়টি এলাকায় জানাজানি হয়। গত ১০ মে উপজেলা স্বাস্থ্য বিভাগের র‍্যাপিড রেসপন্স টিম এ খবর পেয়ে ওই দু‘শিশুর মা, বাবা এবং তাদের নমুনা সংগ্রহ করে। গত ১৩ মে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পরিবারের সকল সদস্যের রিপোর্ট আসে। রিপোর্টে ওই দু‘শিশুর মা-বাবার করোনা পজিটিভ না এসে দু‘শিশুর করোনা পজিটিভ আসে। অথচ দু‘শিশু তাদের মা-বাবার সাথে করোনা আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে যান নাই। কিন্তু মা-বাবা চিকিৎসকের সংস্পর্শে গেলেও তাদের করোনা নেগেটিভ এসেছে। এনিয়ে এলাকাবাসীর মধ্যে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়েছে। পরে উপজেলা স্বাস্থ্য বিভাগের র‍্যাপিড রেসপন্স টিম ওই দু‘শিশুকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করেন। উপজেলা প্রশাসন তাদের বাড়িসহ ৩টি বাড়ি লক ডাউন করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেব দাস দেব বলেন, করোনা আক্রান্ত রোগীদের একটি প্রটোকলের মধ্যে দিয়ে আমাদের চিকিৎসা করতে হচ্ছে। করোনা রোগী সকালে সুস্থ আবার বিকেলে শ্বাসকষ্টে মারা যাচ্ছে । আমরা পরিস্থিতি বিশ্লেষণ করছি। মৃত রোগীর নমুনা সংগ্রহ করতে গিয়ে সবকিছু প্রক্রিয়া করতে ৩/৪ ঘণ্টা দেরী হয়ে যায়। এক্ষেত্রে অনেকসময় জীবাণু মারা যায়। ফলে ফলাফল নেগেটিভ আসতে পারে। অনেক সময় ভাইরাস তার গতিবিধি পরিবর্তন করে। তিনি আরো জানান, আমাদের ৪ জন রোগী সুস্থ আছেন। আমরা তাদের চিকিৎসা দিচ্ছি এবং নিয়মিত তাদের খোঁজ-খবর রাখছি। তাদের অবস্থার পরিবর্তন হলে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। তাদের আগামী পরীক্ষা ৭ দিন অথবা ১৪ দিন পর করা হতে পারে। আমাদেরকে তাদের আগামী রিপোর্ট আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম