রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালী পৌরসভায় প্রবেশ পথে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ‘স্বয়ংক্রিয় জীবাণুনাশক টানেল’ স্থাপন করা হয়েছে।
রবিবার (৩১ মে) দুপুরের দিকে জীবাণুনাশক টানেল উদ্ধোধন করেন, নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্লাহ খান সোহেল।।
এসময় মেয়র শহীদ উল্লাহ খান সোহেল বলেন করোনার সংকটে যারা দেশের মানুষের কল্যাণে কাজ করছে তাদের সুরক্ষার কথা চিন্তা করে এই ‘স্বয়ংক্রিয় জীবাণুনাশক টানেল’ ব্যবস্থা করেছি। পর্যায়ক্রমে আমি নোয়াখালীর মানুষের সুরক্ষার কথা চিন্তা করে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ন জনসমাগম স্থানে এই টানেলটি বসানোর ব্যবস্থা করছি।এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, কাউন্সিলর নাসিম উদ্দিন সুনাম, কাউন্সিলর ফখরুদ্দিন মাহমুদ ফখরুল প্রমুখ।