মাহবুবুর রহমান : নোয়াখালীতে প্রান্তিক কৃষকের মাঝে সেনাবাহিনীর ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগে বীজ বিতরণ করা হয়।
রবিবার সকালে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে সদর উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে এ বীজ করেন।
এতে উপজেলা কৃষি অফিসার এর সহযোগীতায় সদর উপজেলার ২০ জনের মাঝে বিভিন্ন সবজীর বীজ বিতরণ করেন সেনাবাহিনীর ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির লেফটেন্যান্ট কর্নেল উজ্জ্বল মাহমুদ।
বিতরণকালে তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে কোন জায়গা খালি থাকবে না এই শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে আমরা প্রান্তিক কৃষকদের মাঝে এ বীজ বিতরণ করি। যেন তারা বাড়ির পাশে বিভিন্ন খালি যায়গা গুলো শাকসবজির আবাদ করতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মশিফুল ইসলাম, ক্যাপ্টেন শরিফুল ইসলাম।