নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বেগমগঞ্জে করোন উপসর্গ নিয়ে তারেক ইমরান রফিক(৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
জানা যায়, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া যুবক (৩০) ১ লা রমজান থেকে অসুস্থ হয়ে পড়ে। সে বিভিন্ন খাবার আইটেম কিনে নিজে নিজো বিক্রি করতেন । সে মারা যাওয়ার আগে নোয়াখালী বেগমগঞ্জ মিরওয়ারিশপুর বেচার দোকানের অ্যাডভোকেট ফারুক এর বাসার নিচ তলায় ভাড়া থাকতো।
মারা যাওয়া তারেক ইমরান রফিক(৩০) চাটখিল থানার কড়িহাটি গ্রামের রফিক উল্ল্যার ছেলে। সে গতকাল মঙ্গলবার বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তার নমুনা পরীক্ষা দিয়ে আসে। পরে আজ বুধবার সন্ধ্যা চিকিৎসা নিয় বাসায় ফেরার পথে মৃত্যুবরণ করে।
এই বিষয়ে বেগমগঞ্জ থানা কর্মকর্তা হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জানার পর আমরা সেখানে পুলিশ পাঠিয়ে তার লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ দিকে নোয়াখালীতে নতুন আরো ২ জন আজ করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে একজন বেগমগঞ্জে অন্যজন হাতিয়ায় । এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৮ জন। আর সোনাইমুড়িতে সুস্থ হয়েছেন ১ জন ।