রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃজেলার চাটখিল উপজেলায় স্থানীয় সাংসদের ব্যক্তিগত ত্রাণ বিতরণের সময় এক প্রবাসী ত্রাণ চান। এর জেরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ৬ জনকে আটক করে পুলিশ।গত বৃহস্পতিবার (১৪ মে) বিকাল সাড়ে ৫ টায় এ হামলার ঘটনা ঘটে। পরে অভিযুক্তদের আজ মঙ্গলবার তাদের আটক করে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) সকালে অভিযুক্ত আসামিরা একটি মাইক্রোযোগে ঢাকা পালিয়ে যাচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল-সোনাইমুড়ী উপজেলার কাচারি বাজার বর্ডার থেকে ৬জনকে আটক করা হয়। দুপুরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।আটকরা হলেন, একই এলাকার রিয়াজ, মুন্না, মনু, রাপচান, রুবেল ও মামুন।চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।প্রসঙ্গত, নোয়াখালী-১ আসনের এমপি এইচ.এম ইব্রাহীমের ব্যক্তিগত ত্রাণ বিতরণের সময় কাতার প্রবাসী নাছির বৃহস্পতিবার (১৪ মে) ছাত্রলীগ নেতা রিয়াদসহ কয়েক জনের নিকট থেকে ত্রাণ দেয়ার দাবি জানান। এসময় রিয়াদের সাথে তার কথাকাটাকাটি হয়। এর জেরে ওইদিনই বিকালে ৫০/৬০ জনের একটি দল প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। হামলায় প্রবাসী নাছিরসহ তার ছোট ভাই হাবিব ও চাচা পেয়ার হোসেন সোহেল মারাত্মক আহত হয়।পরেরদিন শুক্রবার (১৫ মে) ভুক্তভোগী পরিবার এ ঘটনায় চাটখিল থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় আজ মঙ্গলবার (১৯ মে) অভিযুক্তদের আটক করা হয়।